ঐতিহ্যগতভাবেই চাঁদপুরকে প্রাচ্যের ডান্ডি বলা হত। নদী মাতৃক বাংলাদেশ দ্বিতীয় বৃহত্তর নদী বন্দর ও প্রসিদ্ধ বাণিজ্য নগরায়ন হিসাবে এই মহকুমা শহরটির খ্যাতি ছিল পৃথিবী ব্যাপি। রূপালী ইলিশের রাজধানী হিসাবে চাঁদপুরের সুনাম এখনও বহমান। পৌরসভার কার্য সম্পাদনে পূর্বাপর আমাদের সাফল্য ইর্শনীয়। কর্মক্ষেত্রে বর্তমানে আমাদের সাফল্যের ধারাবাহিকতা অব্যাহত থাকলে ও অর্থনৈতিক দুষ্প্রাপ্যতার কারনে আমাদের সৃষ্টি, সামর্থ্য ও সম্ভাব্যতাকে বাধাগ্রস্থ করছে। ভৌগলিক বিশ্লেষনে পদ্মা-মেঘনা ও ডাকাতিয়ার সংগম স্থলে চাঁদপুর পৌরসভা অবস্থান। ডাকাতিয়া নদীটি চাঁদপুর পৌরসভার ভূ-খন্ডকে পুরানবাজার ও নতুনবাজার নাম করনে দুইভাবে বিভক্ত করেছে।